সিউলের বহুমুখী বিচিত্র খাবারের সম্ভারই হলো বিদেশিদের প্রধান আকর্ষন। অন্যদিকে হান নদীকে প্রধান আকর্ষন বলে মনে করছেন সিউলের স্থানীয়রা। সিউল সিটির এক জরিপে এই পরিসংখ্যান পাওয়া গেছে। সিউলে অবস্থানরত ৯২০ জন বিদেশি নাগরিক ও ২৯০৭জন সিউলের নাগরিককে মাধ্যমে সিউলের শীর্ষ ৫০টি আকর্ষন নির্বাচন করার মধ্যে দিয়ে এই পরিসংখ্যান করা হয়।