এমনও হয়! বিয়ে শেষ, হানিমুনও শেষ। বিয়েকালীন ছুটি কাটিয়ে বিরাট এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। বিয়ের পর অবশ্য প্রথম ইনিংসে ফ্লপ হওয়ায় তার স্ত্রী আনুশকাকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন নিন্দুকেরা। এ নিয়ে খানিকটা বিরক্ত ক্রিকেটের ‘ব্যাডবয়’ খ্যাত বিরাট কোহলি। এরইমাঝে এলো নতুন খবর। যে বিয়ে নিয়ে এতো মাতামাতি চারদিকে সেই
বিরাট-আনুশকার বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে চলতি মাসের ১১ তারিখ ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা। বিয়ের পর এই লাভ বার্ড জুটি হানিমুন নিয়ে ব্যস্ত। এবার হানিমুনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিরাট-আনুশকা। ইনস্টাগ্রামে মধুচন্দ্রিমার ছবি দিয়ে নতুন দম্পতি যৌথভাবে