ছুটির দিন অবসর সময়টাকে ইতিবাচক কিছু কাজে ব্যস্ত রাখার প্রয়াসে নতুন নতুন পুস্তক আর হলিউডের ডিটেকটিভ মুভি দেখেই দিন শেষ হয়। নিজেকে সাজানোর যত পরিকল্পনা সেই ছুটির দিনেই। খুব করে চাই নিজেকে সময় দিতে আত্ন উন্নয়নে আরো মনোযোগী হতে। আজ রুটিন করে বসেছি কোন কিছু নড়চড় যেন না হয়, ফেসবুকিং