টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, দুই নেতাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও একজনকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, শিক্ষকদের লাঞ্ছনা ও অসদাচরণের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার শাস্তিপ্রাপ্তদের নামে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভিসির কাছে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিচার না পেয়ে ৫৬ জন শিক্ষক একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও সহ-সভাপতি আদ্রিতা পান্না।