রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ ছিল না। গ্রুপ পর্বেই জার্মানির বিদায় নেওয়া থেকে শুরু করে শেষ ষোলতে আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগালের টুর্নামেন্ট থেকে ছিকে পড়া ছিল অন্যতম। তবে মাঠের নব্বই মিনিটের লড়াই ছাড়াও ঘটেছে নানা অঘটন। বিশেষকরে রবিবারের ফাইনাল ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলা চলাকালিন মাঠের মধ্যে আকস্মিকভাবে ঢুকে পড়েছিলে চার