ইতালি রোমের টাকা ছাড়া বিয়ার না দেয়ায় এক বাংলাদেশির মিনি মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) হামলাকারী যুবককে (৩৪) গ্রেফতার করা হয়। জানা গেছে, সোমবার কোলাতিনা নামক স্থানে স্থানীয় ওই নাগরিক বাংলাদেশি রফিকুল আলমের কাছে একটি বিয়ার চায়। কিন্তু টাকা (ইউরো) না দেয়ায় বিয়ার