হাদিসে কুদসিতে আছে, আল্লাহতায়ালা বলেছেন, ‘রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব।’ অর্থাৎ রোজা একমাত্র আল্লাহর জন্য। শুধু আল্লাহর ভয়েই বান্দা পানাহার থেকে বিরত থাকে। নইলে পৃথিবীর পাওয়ার হাউস বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রসহ অপরাপর দেশগুলোর মুসলমানরা কোন শক্তির ভয়ে গোপনে এক ঢোক পানিও পান করার সাহস পান না? বস্তুত