তিনি প্রধান শিক্ষক। কিন্তু সকাল সকাল স্কুলে গিয়ে এই ব্যক্তিকে দেখলে চতুর্থ শ্রেণির কর্মী বলে ভ্রম হতে পারে। কারণ তিনি কাজটাই করেন সেরকম। স্কুলে গিয়ে সবার প্রথম তার কাজ পড়ুয়াদের শৌচাগার পরিষ্কার করা। তা-ও নিজ হাতে। এই কাজে অন্য কারও সাহায্যও নেন না। বিনয়ী এই লোকটি ভারতের মাইশোরের গুন্ডলুপেটের এক