কুশাল মেন্ডিস নিজের নামের পাশে ব্রাকেটে ‘ভাগ্যবান’ শব্দটা চাইলেই যোগ করে দিতে পারেন! দুই-দুইবার ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর দুটি রিভিউয়ের আবেদনও গেছে তার পক্ষে! এক ইনিংসে এতো সুযোগ কতজন ব্যাটসম্যান পান? নিজের প্রথম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজের বলে ৪ রানে স্লিপে কুশল মেন্ডিসের প্রথম