দিনাজপুরের বড়পুকুরিয়ায় দেড় লাখ টন কয়লা গায়েবের ঘটনায় জড়িতদের শনাক্ত করেনি পেট্রোবাংলা গঠিত তদন্ত কমিটি। বরং দেষীদের পক্ষেই সাফাই গেয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসের সঙ্গে ডাস্ট উড়ে যাওয়া এবং বৃষ্টির পানিতে মজুদ কয়লা থেকে ডাস্ট ধুয়ে যাওয়ায় কয়লা ঘাটতির প্রধান কারণ। বছরের পর বছর মজুদ কয়লা পরিমাপ না করায়