‘সাড়ে ৪ লাখ টাকা খরচ করে ওমান এসেছি। ভেবেছিলাম, পরিবারকে সুখের মুখ দেখাব। উন্নত জীবন যাপন করব। ছেলে-মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাব। তাই শতকষ্টে টাকা-পয়সা জোগাড় করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান পাড়ি দিলাম। কিন্তু এখানে এসে হতাশা ছাড়া কিছুই দেখছি না। সোনার হরিণের খোঁজে এসে ছাইও মেলছে না’। আবেগাপ্লুত হয়ে ফ্রি
ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে বিমানের টিকিটের জন্য হাহাকার চলছে। ভিসা ও হোটেল বুকিংয়ের টাকা পরিশোধসহ সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও শুধুমাত্র বিমান টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন হাজার হাজার ওমরা যাত্রী। টিকিট সঙ্কটে চলতি রমজান মাসে কমপক্ষে ২০ হাজার ওমরাহ যাত্রীর সৌদি আরব গমন অনিশ্চিত হয়ে পড়েছে। টিকিট সঙ্কটের কারণে ওমরাহ হজ যাত্রী