কোরিয়ায় বসবাসরত বিদেশীদের জন্য কোরিয়ান সরকারের বিচার মন্ত্রণালয় এবং কোরিয়া ইমিগ্রেশনের উদ্যোগে কোরিয়ান ভাষা এবং কোরিয়ান সমাজ নিয়ে বিশেষ কোর্স ‘সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রামে’র (কোরিয়ান ভাষায় 사회통합프로그램) ২০১৫ সালের দ্বিতীয় পর্বের রেজিস্ট্রেশন জানুয়ারী থেকে শুরু হয়েছে। এই মাসের (মার্চ) ২০ তারিখের মধ্যে http://www.socinet.go.kr ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে মেম্বার