উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রাগার ও স্থাপনা কেবলমাত্র স্থল অভিযান চালিয়ে নির্ণয় ও ধ্বংস করা যাবে। মার্কিন আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছে পেন্টাগন। ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য টেড লিউ এবং রুবেন গ্যালিগোর চিঠির জবাবে পেন্টাগনের ভাইস ডিরেক্টর অব জয়েন্ট স্টাফ রিয়ার অ্যাডমিরাল মাইকেল জে ডুমোন্ট এ তথ্য