মূল্যবান ধাতু সংগ্রহ ও সাংগঠনিক দক্ষতার জন্য ফের স্বর্ণপদক পেলেন কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান। বুধবার মূল্যবান ধাতু ব্যবসায়ীদের সংগঠন এলবিএমএ-এর সম্মেলনে পুরস্কার তুলে দেন সংগঠনটির সিইও রুথ ক্রোয়েল। স্বর্ণ পদকের পাশাপাশি তিনি ব্রোঞ্চ পদকও পান। বিশ্বব্যাপী মূল্যবান ধাতু ব্যবসায়ীদের সংগঠন এলবিএমএ-এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বোস্টনের হোটেল বোস্টন পার্ক প্লাজায়।