লাইব্রেরী পুড়ে ছাই হলেও পুড়েনি পবিত্র কোরআনের হরফ প্রকাশঃ ১৮-১২-২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ | সম্পাদনাঃ ১৮-১২-২০১৯, ৬:৪৬ অপরাহ্ণ ময়মনসিংহের ভালুকায় তামাট বাজারে ১০টি দোকানসহ একটি লাইব্রেরী পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। শুক্রবার (১৩ ডিসম্বর) দিবাগত মধ্য রাতে উপজেলার তামাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রাকিবুল হাসান জানান, তামাট বাজারের দুলালের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের বইয়ের লাইব্রেরি, রড