শীত আর বরফে ঢাকা এক ভোরে অজানা এক দ্বীপে এসেছিলাম সঙ্গে ছিল আরো দু জন। শীতের শ্রুভ্রতা আর বাতাসের তীব্র বেগে শরীর যেন জড়াতে চায় আরো মোটা কাপড়।সমুদ্রের তীরে পূর্ব চায়না সাগর আর প্রশান্ত মহাসাগরের বুক চিরে জন্ম নিয়েছে সেই দ্বীপ ,পাহাড়, সমুদ্র প্রকৃতির সাথে বেড়ে ওঠা এখানকার মানুষ গুলো