Search
Close this search box.
Search
Close this search box.

১৫ কোটি মানুষকে আনন্দে ভাসিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ এখন আর আপসেট নয়। বাংলাদেশ বিশ্বের যেকোন টিমকে হারাতে পারে। এশিয়া কাপের তিন তিনটি ম্যাচে তা প্রমান করেছে বাংলাদেশ। পাকিস্থান একটুর জন্য রেহাই পেলেও ভারত আর শ্রীলংকাকে রেহাই দেয়নি সাকিব তামিমরা। পাকিস্থানকে হারিয়ে এশিয়া কাপ জেতার সপ্নে বিভোর সারাদেশের মানুষ।
খেলার শুরুতেই নাজমুল শ্রীলঙ্গার ৩জন টপ অর্ডারকে প্যভিলিয়নে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের যাত্রা শুরু করে। মিডল অর্ডাররা কিছুটা সামলে নিয়ে উইকেট টিকিয়ে রেখে ২০০ পার করলেও ২৩২রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্গা। এর মধ্যেই বৃষ্টি হানা দিলে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ডার্কওয়ার্থলুইস পদ্ধতিতে বাংলাদেশকে ৪০ ওভারে ২১২রানের টার্গেট দেওয়া হয়। বাংলাদেশও হোচট খায় শুরুতেই দলীয় ৮রানেই ফেরত যান নাজিমুদ্দিন। পরবর্তীতে ৩৯ ও ৪০ রানে আরো ২ উইকেট পড়ে গেলে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। তামিম আর সাকিব দলেকে জয়ের মাঝপথ পেরিয়ে জয়ের দিকে নিয়ে যান। কুলহেডেড নাসির আর মাহমুদ সেখান থেকে জয় এনে দিয়ে দর্শকদের জন্য উল্লাস করার মত উৎসবের সুযোগ করে দেন। এখন আরেকটি দিনের অপেক্ষায় বাংলাদেশ।