না ফেরার দেশে চলে গেলেন অস্কারজয়ী মার্কিন ইলাস্ট্রেটর, অ্যানিমেটর, নির্মাতা ও প্রযোজক জিন ডেইচ। তার বয়স হয়েছিল ৯৫ বছর। টুইটারে এই গুণী মানুষটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রকাশক পেট্র হিমেল। তিনি জানানা, গত ১৬ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জিন ডেইচ। ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন সিরিজের আট জন পরিচালকের মধ্যে