সুলতান হাজী হাসান আল বলখিয়া মসজিদ। ফিলিপাইনে নতুন গড়ে ওঠা কোটাবাটো শহরে এ মসজিদের অবস্থান। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া ব্যক্তিগত অর্থ ব্যয়ে ফিলিপাইনে নির্মাণ করে দেন এ মসজিদটি। কোটাবাটো গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত এ মসজিদটি নির্মাণের উদ্দেশ্য ফিলিপাইনে ক্রমবর্ধমান মুসলমানদের সহায়তা করা ও উৎসাহ দান। জৌলুস, জটিল, কঠিন কারুকাজ