ব্যাটিংয়ে নেমে আউট হবেন ব্যাটসম্যান- ক্রিকেট মাঠের খুবই স্বাভাবিক ঘটনা এটি। কখনও ক্যাচআউট, কখনওবা বোল্ড, আবার কখনও লেগ বিফোরে কাঁটা পড়ে ফিরতে হয় সাজঘরে। এছাড়া রানআউটের ঘটনাও দেখা যায় অহরহ। কিন্তু রান নিতে গিয়ে যখন দুই ব্যাটসম্যান পৌঁছে যান একই প্রান্তে, তখন তা হাস্যরসের জন্ম দেয় ক্রিকেট দুনিয়ায়। আর এমন