সুলায়মানি মসজিদ। অবস্থান তুরস্কের ইস্তাম্বুল শহরে। উসমানীয় সাম্রাজ্যের রাজকীয় মসজিদ এটি। সুলতান সুলেমান এ মসজিদের নির্মাতা। ১৫৫০ সালে এ মসজিদের নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ১৫৫৭ সালে। সে হিসাবে এর বয়স ৪৬২ বছর। এ মসজিদ নির্মাণের পর থেকে গত সাড়ে চার শ’ বছরে সারা বিশ্বে অগণিত মসজিদ নির্মিত হয়েছে।