সান মার্টিনের কিছু সংখ্যক স্থানীয়দের বিরোধিতায় দীর্ঘ ১৩ বছর ধরে স্থানীয় প্রশাসন মসজিদ নির্মাণের অনুমোদন দেয়নি। এ ১৩ বছর সান মার্টিনের মুসলমিরা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করে আসছে। দীর্ঘ ১৩ বছর আগে সান মার্টিনের মুসলমানরা মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য অনুমতি চেয়েছিল। সান্তা ক্লারা কাউন্টি স্টেট সুপারভাইজরি বোর্ড দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ৫৬৭ হেক্টর জমির উপর মুসলমানদের এ প্রকল্প বাস্তবায়নের অনুমতি দিয়েছে।
২০০৬ সালে সান মার্টিনের মুসলিমরা মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য এ জমিটি কিনে নেয়। এ জমির উপর কর্ডোভা সেন্টার নামে একটি মসজিদ, একটি ইসলামি সম্প্রদায় সেন্টার এবং একটি কবরস্থান নির্মাণ করার পরিকল্পনা ছিল। মুসলিমদের কেনা এ জমিটির আশপাশের প্রতিবেশিদের আপত্তির মুখে দীর্ঘ ১৩ বছর আটকে থাকে মসজিদ, কবরস্থান ও ইসলামিক সেন্টার নির্মাণের কাজ।
প্রতিবেশিদের অভিযোগ ছিল, এখানে মসজিদ, কবরস্থান ও ইসলামিক সম্প্রদায় সেন্টার নির্মাণ করা হয়ে ট্রাফিক ও শব্দ দূষণ বেড়ে যাবে। এখানের পানিও দূষিত হয়ে যাবে। স্থানীয়দের এ অভিযোগের কারণে কর্তৃপক্ষ কমপ্লেক্স নির্মাণের অনুমতি দিতে বিলম্ব করে।
তবে সান মার্টিনের মুসলিমরা ঘোষণা করেছে যে, রাষ্ট্র এবং স্থানীয় মান এর কথা মেনেই তারা তাদের এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩০ লাখ ডলার খরচ করে প্রকল্পগুলো পর্যালোচনা করার ব্যবস্থা গ্রহণ করেছেন। এ প্রকল্প নির্মাণে স্থানীয় মুসলিমদের জাতিগত ও ধর্মীয় কুসংস্কারের বিপক্ষেও লড়াই করতে হয়েছে।
ফলে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর মুসলিমরা মসজিদ কমপ্লেক্স ও কবরস্থান নির্মাণে অনুমতি পেয়েছে। গত ১৩ বছর ধরে সান মার্টিনের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান পালনে গুদাম ঘর ব্যবহার করতে হয়েছে। এখানে প্রায় ১০ হাজার মুসলিম বসবাস করে আসছে।