Search
Close this search box.
Search
Close this search box.

trank-oilখিলক্ষেত হয়ে বিমানবন্দরগামী ট্যাংকারটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি। মেঘনা পেট্রোলিয়ামের এই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই রাস্তায় গড়িয়ে পড়ে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁ দিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।

তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

বিমানবন্দর এলাকার ট্রাফিক পরিদর্শক আবদুল আলীম চৌধুরী  বলেন, পুলিশের রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলা হয়।