শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ অগাস্ট ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

ইউরোপ-জাপান-কোরিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোয় জোর দেওয়া হচ্ছে: আসিফ নজরুল


Asif Nazrul

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সীমিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ এখন ইউরোপ, জাপান ও কোরিয়ার মতো উন্নত দেশে দক্ষ শ্রমিক পাঠানোর কৌশলে জোর দিচ্ছে। বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা জানান।

আসিফ নজরুল বলেন, “অনেক বছর ধরে আমরা মূলত অদক্ষ শ্রমিক পাঠিয়েছি—মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায়। এতে কিছু শ্রমিক ভালো আয়ের সুযোগ পেলেও অনেকে প্রতারণার শিকার হয়েছেন, কেউ কেউ আবার ফেরত এসেছেন। তাই এখন আমরা দক্ষ শ্রমিক পাঠানোর দিকে গুরুত্ব দিচ্ছি।”

তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে ইউরোপের সার্বিয়া, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা, মধ্যপ্রাচ্যের ওমান, আফ্রিকার মরিশাস ও ইরাকসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে শ্রমচুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে মৌসুমি শ্রমিক পাঠানোর চুক্তিও হয়েছে।

সৌদি আরবে গত জুলাইয়ের অভ্যুত্থান-সংহতি ইস্যুতে আটক হওয়া প্রবাসীদের মুক্তির প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, সৌদি আরবে আটক হওয়া ১ হাজার ৮৭৬ জন প্রবাসী শ্রমিককে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার খোলার জন্য মন্ত্রণালয় ধারাবাহিক উদ্যোগ নিয়েছে।

প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আরব আমিরাতসহ কয়েকটি দেশে আইনজীবী প্রতিষ্ঠান (ল’ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।

তিনি জানান, মালয়েশিয়ার ক্ষেত্রে আগের সরকারের চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। পাশাপাশি কেয়ার গিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা দক্ষ হয়ে ভালো বেতনে কাজ করতে পারেন।

আসিফ নজরুল বলেন, “এক বছরে পুরো সংস্কার সম্ভব হয়নি, তবে ভিত্তি তৈরি হয়েছে। আইনগত পরিবর্তন ও কাঠামোগত সংস্কার হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখলে প্রকৃত সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।”