Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে ভুল করা হচ্ছে: পুতিন

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে ভুল করা হচ্ছে। বর্তমানে কোরীয় উপদ্বীপের অবস্থা খারাপ এবং অঞ্চলটি ক্রমেই ব্যাপক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

রুশ টিভি চ্যানেল ‘আরটি’ জানিয়েছে, কোরীয় উপদ্বীপের সমস্যা কোন নিঃশর্ত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চীনে ব্রিকসের বৈঠক শুরুর আগে তিনি এসব কথা বলেন।

chardike-ad

পুতিন আরও বলেছেন, রাশিয়া কোরীয় উপদ্বীপের ঘটনাবলীকে উপেক্ষা করতে পারে না। মস্কো মনে করে, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের জন্য কেবল উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়িয়ে লাভ নেই। এতে কোনো লাভ হবে না। তিনি কোরিয়া সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন।

এদিকে, উত্তর কোরিয়া নতুন করে আবারও বলেছেন, তারা আরও নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করবে।সম্প্রতি জাতিসংঘ উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছে। কোরিয়ার দাবি, আমেরিকাই ওই বিবৃতি লিখে দিয়েছে।