ব্যাটারি লাইফ নিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই স্যামসাংয়ের নতুন ফ্লাগশিপ গ্যালাক্সি এস৯।এ নিয়ে ক্রেতাদের অসন্তোষের কারণে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স সাতটি প্রিমিয়াম হ্যান্ডসেটের মধ্যে এস৯-কে ব্যাটারি পারফরমেন্সের দিক থেকে ষষ্ঠ স্থানে রেখেছে। একটি জরিপের ভিত্তিতে এ তালিকা করা হয়।অন্যদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়োনহোফ নিউজ এজেন্সি জানিয়েছে, ব্যাটারি পারফরম্যান্সের কারণে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় পিছিয়ে পড়েছে গ্যালাক্সি এস৯।
ইন্ড্রাস্ট্রি ট্র্যাকারের জরিপে দেখা যায়, গ্যালাক্সি এস৯ এক চার্জে চলে ২৬ ঘণ্টা ৫২ মিনিট।এলজির জি৬ চলে ৩২ ঘণ্টা ৩৫ মিনিট পর্যন্ত। হুয়াওয়ে পি১০ ফোনের চার্জ থাকে ৩২ ঘণ্টা ৮ মিনিট পর্যন্ত।
তালিকার শীর্ষে রয়েছে সনির এক্সজেড২। ফোনটিতে গড়ে একটানা ৩৬ ঘণ্টা ১ মিনিট চার্জ থাকে।গ্যালাক্সি এস৯ এর পেছনে শুধু রয়েছে অপ্পো আর ১১। ফোনটিতে চার্জ থাকে ১৬ ঘণ্টা ৩৬ মিনিট।এক মার্কেট বিশ্লেষক জানিয়েছেন, গ্যালাক্সি এস৯-এ বিভিন্ন ধরণের ফিচার রয়েছে। এ কারণে ফোনটির স্ট্যান্ডবাই বিদ্যুৎ ব্যবহার বেশি। স্যামসাং হয়তো পাওয়ার সেভিং অ্যালগরিদমের সঠিক ব্যবহার করতে পারেনি।