Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে চেন্নাই থেকে সরিয়ে নেয়া হল আইপিএল

chennaiঅবশেষে শঙ্কা সত্যি হল। চেন্নাই থেকে সরিয়ে নেয়া হল আইপিএল। তামিল-নাড়ু প্রদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চেন্নাই সুপার কিংসের চিফ এক্সিকিউটিভ অফিসার কাসি বিশ্বনাথন।

মঙ্গলবারের ম্যাচে কড়া নিরাপত্তার মাঝেও জাদেজা-প্লেসিসদের উপর জুতা নিক্ষেপের ঘটনায় নড়ে চড়ে বসে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তারা কথা বলতে বাধ্য হয় চেন্নাই রাজ্য পুলিশের সঙ্গে। রাজ্য পুলিশের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়াতেই চেন্নাইয়ে হতে যাওয়া বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফ্র্যাঞ্চাইজিটি।

সংবাদ মাধ্যমে চেন্নাইয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার বলেন, ‘এখানের (তামিল-নাড়ু) সাম্প্রতিক অবস্থা আমাদের অনুকূলে নেই। এমতাবস্থায় বড় কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তাই আমরা বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়াই ভালো মনে করছি।’

এ সময় বিশ্বনাথন জানান, এখনো নিশ্চিত হয়নি কোথায় হবে বাকি ম্যাচগুলো। তিনি বলেন, ‘আমরা ম্যাচের ভেন্যু পরিবর্তনসহ সূচি সংস্কারের জন্য বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এর কাছে আবেদন করেছি। তারাই আমাদের পরবর্তী খবর জানাবে।’

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, ইতোমধ্যেই চেন্নাইয়ের বিকল্প ভেন্যু হিসেবে চারটি মাঠ ঠিক করে ফেলেছে বিসিসিআই। যার মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে ভিশাখাপত্তম। চেন্নাইয়ের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী অন্য তিন ভেন্যু হল: পুনে, রাজকোট এবং থিরুভানান্থাপুরম।

chardike-ad

চেন্নাইয়ের জন্য নিজেদের হোম ম্যাচ ঘরের বাইরে খেলার অভিজ্ঞতা নতুন নয়। ২০১৪ সালের আসরে নিজেদের সবক’টি হোম ম্যাচ তারা খেলেছিল রাঁচিতে। এবারও ছয়টি ম্যাচ তাদের খেলতে হবে নিজেদের ঘরের বাইরে।