Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে তিনদিনব্যাপী ইজতেমা আগামী ৪ মে  শুরু হতে যাচ্ছে। সিউল কেন্দ্রীয় জামে মসজিদে ৪ মে বৃহস্পতিবার বিকালে শুরু হয়ে ৭ মে রবিবার পর্যন্ত চলবে। সারাবিশ্ব থেকে তাবলীগের মেহমানরা সিউলে ইজতেমায় যোগ দিবেন। ৫ মে শুক্রবার সরকারী ছুটি হওয়ায় টানা তিনদিন ছুটি থাকায় ৪ মে বৃহস্পতিবার থেকে কোরিয়ার বিভিন্ন শহর থেকে বিভিন্ন দেশের মানুষ সিউল ইজতেমায় যোগ দিবেন।

chardike-ad

প্রতিবছর ইজতেমায় জাপান, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ তাবলীগের মেহমানরা সিউল ইজতেমায় অংশ নেন। ইজতেমা পরিচালনা কমিটি সিউল কেন্দ্রীয় মসজিদে থাকা, খাবার ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট এবং খাবারের পানির ব্যবস্থা করে থাকেন।