Search
Close this search box.
Search
Close this search box.

‘হিট অ্যালার্ট’ বাড়লো আরও ৭২ ঘণ্টা

তীব্র গরমের আশঙ্কা আবারও
তীব্র গরমের আশঙ্কা আবারও

‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের নতুন সতর্কবার্তা দেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

গত দুই সপ্তাহ ধরে সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝেই যশোরে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।

chardike-ad

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং ঢাকার বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে যা বেশ কয়েকদিন পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানানো হয়েছে।