Search
Close this search box.
Search
Close this search box.

তাইওয়ানে ৮০ বার ভূমিকম্প অনুভূত

Taiwan
ফাইল ছবি।

তাইওয়ানে এক রাতের ব্যবধানে ৮০ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৩। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই ভূমিকম্প অনুভূত হয়।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

chardike-ad

প্রতিবেদনে বলা হয়, সোমবার সারারাত ধরে থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপেসহ উত্তর, পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা কেঁপে উঠেছে। তবে প্রাথমিকভাবে এসব ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

গতকাল হওয়া ভূমিকম্পগুলোর বেশিরভাগই দেশটির হুয়ালিয়েন প্রদেশের গ্রামীণ এলাকায় আঘাত হেনেছে। এর আগে গত ৩ এপ্রিল এই অঞ্চলটি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

মূলত ইউরেশিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় তাইওয়ানে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। প্রতি বছরই দেশটিতে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে।

গত ২৫ বছরের ইতিহাসে এই ভূমিকম্প তাইওয়ানে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে একটি। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যার ফলে প্রায় ২,৪০০ মানুষের মৃত্যু হয়।