শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার

পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের


Mirza Fakhrul Islam Alamgir

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তেজনার মধ্যে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানকার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন প্রার্থনায় নিমগ্ন, তখনই দেশের শীর্ষ গণমাধ্যম ও নুরুল কবিরসহ বহু মানুষের ওপরে হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের সংকটময় মুহূর্তকে যারা ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে, তারা এ দেশের শত্রু। দুঃখের এই সময়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা সন্ত্রাস ছাড়া কিছুই নয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।

হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “হাদি জনগণের দোরগোড়ায় গিয়েছিলেন। নির্বাচন দেশে হবেই, এবং একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

তিনি হাদির হত্যাকারী ও সংশ্লিষ্ট মব সন্ত্রাসীদের বিচার দাবি করে বলেন, গত এক বছরে বিভিন্ন সহিংসতা জাতিকে বিভক্ত করেছে। ভবিষ্যতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।