বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান


Tareque Rahman

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দেশে ফেরার প্রক্রিয়ায় বড় অগ্রগতি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য অবশেষে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে তা যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর তার দেশে ফেরার সম্ভাবনা ঘনিয়ে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এ পদক্ষেপ।

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে চলমান জল্পনার মধ্যেই এ আবেদনকে দেখছেন পর্যবেক্ষকরা। দলীয় মহলেও এ খবর উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি করেছে। তদন্ত ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রাভেল পাস প্রদান করা হবে বলে জানা গেছে।