
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার জীবন রক্ষায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে সংগঠনটি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেছে, “আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন।” একইসঙ্গে সংগঠনটি হাদির মৃত্যুর আশঙ্কার কথাও উল্লেখ করে কঠোর কর্মসূচির ইঙ্গিত দেয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, যদি শরিফ ওসমান হাদি মারা যান, তবে তাকে শহীদের কাতারে শামিল হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে দেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়া হবে। অভিযুক্তরা যদি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়, সে ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি।
পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




































