বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ ডিসেম্বর ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব


Earthquake

ফাইল ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। খবর জানিয়েছে গালফ নিউজ ও খালিজ টাইমস।

এনসিএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ৫০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কম্পন ইউএইতে অনুভূত হয়নি এবং এতে কোনো ধরনের প্রভাবও পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছরের এপ্রিলে সৌদি আরবসংলগ্ন আরব সাগরে একই মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা সে সময় সৌদি আরব ও ইউএই—উভয় দেশেই অনুভূত হয়। ভূতাত্ত্বিকদের মতে, আরবীয় প্লেটের নড়াচড়া এবং ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষজনিত চাপের কারণেই এসব ভূমিকম্পের ঘটনা ঘটছে।

উল্লেখ্য, ইরান, ইরাক ও ওমানের মতো ভূমিকম্পপ্রবণ দেশের কাছাকাছি অবস্থানের কারণে মাঝেমধ্যে আশপাশের দেশগুলোর কম্পনের প্রভাব উপসাগরীয় অঞ্চলেও অনুভূত হয়। গত ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ইউএইর বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ এই ভূমিকম্পে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।