
ফাইল ছবি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) গভীরে।
জেএমএ জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পর আওমোরি, ইওয়াতে এবং হোক্কাইদো প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
প্রসঙ্গত, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তবে ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।









































