
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে- এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন।
রায়ের ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত বিধান বহাল থাকছে।
রায় ঘোষণাকালে হাইকোর্ট বলেন, “যেহেতু তফসিল ঘোষণা হবে, তাই আগেই রায় দেওয়া হলো।” এর মাধ্যমে জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে—এই নিয়মের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়ে যায়।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম। ২৬ নভেম্বর এ রিটটি করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মহাসচিব মোমিনুল ইসলাম, ববি হাজ্জাজের নেতৃত্বে।
রিটে দাবি ছিল- জোটভুক্ত দলগুলোকে জোটের শরিক যে কোনো প্রতীক ব্যবহারের আগের সুযোগ ফিরিয়ে দিতে এবং সংশোধিত আরপিও বাতিল করতে।
১ ডিসেম্বর হাইকোর্ট ১০ দিনের রুল জারি করেন এবং বিএনপি, জামায়াতসহ সব বড় রাজনৈতিক দলকে পক্ষভুক্ত করা হয়।
হাইকোর্টের রায়ের ফলে আসন্ন নির্বাচনেও জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের নিজস্ব প্রতীকেই মাঠে নামতে হবে- এ নিয়ম এখন বহাল।






































