বৃহস্পতিবার । ডিসেম্বর ১১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার

তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত


jamat

তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে যে ধোঁয়াশা ছিল, আজকের ঘোষণার মাধ্যমে তা কেটে গেছে। আমরা আশা করি, কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে কার্যকর ভূমিকা রাখবে।”

জুবায়ের আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি আশা প্রকাশ করেন—এবারের নির্বাচন অতীতের মতো বিতর্কিত হবে না এবং জাতি একটি মর্যাদাপূর্ণ নির্বাচন পাবে। জামায়াতও এই প্রক্রিয়ায় কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, তবে আট দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে আগামী সপ্তাহেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিক। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।