
গাড়িটিতে যুক্ত করা হয়েছে নয়টি এয়ারব্যাগ, যাতে সামনের পাশাপাশি পাশ ও কার্টেন এয়ারব্যাগও অন্তর্ভুক্ত
দেশে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিতও হয়েছে। গাড়িটি কিনতে ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ টাকার কিছু বেশি।
এবার জেনে নেওয়া যাক কী কী সুবিধা আছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়িটিতে।
অত্যাধুনিক এই গাড়িটিতে উন্নত নিরাপত্তা প্রযুক্তি থাকলেও গাড়িটি অবশ্য বুলেট প্রুফ না। তবে ব্যবহারকারী চাইলে গাড়িটিতে বুলেট প্রুফ প্রযুক্তি সংযোজন করে নিতে পারবেন।
বুলেট প্রুফ না হলেও গাড়িটিতে আছে সর্বাধুনিক সেন্সর, ক্যামেরা সিস্টেম ও সুরক্ষা কাঠামো। টয়োটা এই গাড়িটিকে তাদের প্রাডো সিরিজের সবচেয়ে নিরাপদ সংস্করণ হিসেবে দাবি করছে।
প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটিতে যুক্ত করা হয়েছে নয়টি এয়ারব্যাগ, যাতে সামনের পাশাপাশি পাশ ও কার্টেন এয়ারব্যাগও অন্তর্ভুক্ত। ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের মাথা, বুক ও কোমর সুরক্ষায় এসব এয়ারব্যাগ অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে।
গাড়িটি নির্মিত হয়েছে টয়োটার শক্তিশালী GA-F প্ল্যাটফর্মে। নতুন এই প্ল্যাটফর্ম গাড়িটির কাঠামোগত স্থিতিশীলতা অনেক বাড়িয়েছে ফলে সংঘর্ষের সময় এর আঘাত শোষণক্ষমতা অনেক বেশি।
নতুন প্রাডো ২৫০–এ যুক্ত হয়েছে টয়োটার সর্বাধুনিক Toyota Safety Sense 3.0 স্যুট, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে প্রি-কোলিশন সিস্টেম ও পদচারী শনাক্তকরণ প্রযুক্তি, যা আগাম বিপদ আঁচ করে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কাজে লাগায়। আছে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, যা সামনে থাকা গাড়ির গতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য রেখে নিরাপদ দূরত্ব বজায় রাখে। এছাড়া এতে আছে লেন ডিপারচার অ্যালার্ট ও স্টিয়ারিং অ্যাসিস্ট, যা গাড়ি লেন থেকে সরে গেলে চালককে সতর্ক করে এবং প্রয়োজন হলে হালকা স্টিয়ারিং সহায়তা দেয়।
চালকের দৃষ্টিসীমা বাড়াতে গাড়িটিতে আছে ৩৬০-ডিগ্রি প্যানোরামিক মনিটর, যার সঙ্গে যুক্ত হয়েছে আন্ডারফ্লোর ভিউ প্রযুক্তি। ফলে অফ-রোড বা সংকীর্ণ জায়গায় গাড়ি চালানোর সময় নিচের অংশের গতিপথও তাৎক্ষণিকভাবে দেখা যায়, যা দুর্ঘটনা ও ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।
এছাড়াও এতে আছে ডিজিটাল রিয়ারভিউ মিরর, যাতে প্রচলিত আয়নার চেয়ে বেশি পরিষ্কার ও বিস্তৃত দৃশ্য দেখা যায়। বিশেষ করে রাতের বেলায় কিংবা পেছনে যদি কোনো বাধা থাকে। এছাড়া এতে আছে ফুল-টাইম 4WD ও TORSEN® LSD, যা পিচ্ছিল বা অস্থিতিশীল রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। গাড়িটি ইলেকট্রিক রিয়ার ডিফারেনশিয়াল লক সমৃদ্ধ, যা কঠিন পথ-ঘাটে অতিরিক্ত গ্রিপ নিশ্চিত করে। পাশাপাশি এর স্ট্যাবিলাইজার ডিসকানেকশন মেকানিজম (SDM) অসমতল পথে চাকার স্থিতিস্থাপকতা বাড়িয়ে যাত্রাকে নিরাপদ করে।







































