
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি জনপ্রিয় এরাবিয়ান রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৮৬ জন বাংলাদেশিসহ মোট ১০১ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ধরা পড়া ব্যক্তিদের কারও বৈধ কাগজপত্র ছিল না, আবার অনেকের কর্মপাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত নয় বলেও জানা গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ।
তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে বুকিত বিনতাং এলাকার পাঁচতলা ভবনে পরিচালিত ওই রেস্তোরাঁয় অভিযান শুরু হয়। অভিযোগ ছিল—রেস্তোরাঁটিতে বৈধকরণ ছাড়াই বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে।
অভিযান শুরুর পর সেখানে থাকা ১১১ জন বিদেশি ও ৬ জন স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। পরে ১০১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি, ১২ জন সিরিয়ান, ২ জন ইন্দোনেশিয়ান এবং রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পদে থাকা একজন স্থানীয় মালয়েশিয়ান পুরুষ রয়েছেন।
ইমিগ্রেশন জানায়, আটকদের মধ্যে অনেকেরই নির্মাণ, খুচরা ব্যবসা, পরিচ্ছন্নতা, ছাত্র, কারখানা বা সামাজিক ভিজিট পাস ছিল—কিন্তু সেগুলো নির্দিষ্ট এই রেস্তোরাঁয় কাজ করার অনুমতি দেয় না। তাই পাসের অপব্যবহার ও অননুমোদিত স্থানে কর্মসংস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিষয়ে ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর ৩৯(বি) ধারায় তদন্ত চলছে। পাশাপাশি অবৈধ শ্রমিক নিয়োগের অপরাধে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধেও আইনের ধারা ৫৫(বি) অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।









































