শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর


malaysia-bangladeshi

ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর প্রতীক্ষার পর আবশেষে মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেও দেশটিতে প্রবেশ করতে পারেননি এমন ৭ হাজার ৮৭৩ জন কর্মীর মধ্যে এখন পর্যন্ত মোট ১৭৯ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর ৬০ জন কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এই আগমনের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিন ধাপে মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হলো। এর ফলে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নতুন আগত ৬০ জনকে প্রাথমিকভাবে সেলাঙ্গর রাজ্যের পেতালিং জয়ায় সিএলএবি-এর নির্ধারিত স্থানে নেওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে শ্রম আইন, নিয়ম-কানুন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে আটকেপড়া অবশিষ্ট কর্মীদের দ্রুত ও সুষ্ঠুভাবে মালয়েশিয়ায় পৌঁছানোর জন্য বাংলাদেশ হাইকমিশন নিরলসভাবে কাজ করছে।