
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন বাংলাদেশি পুরুষসহ মোট ১৭ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালের একটি তিনতলা ভবনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন ভিয়েতনামের নারীও রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, গত দুই সপ্তাহ ধরে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ডিভিশন এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিকভাবে মোট ২১ জনের কাগজপত্র যাচাইয়ের পর ১৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১ থেকে ৩২ বছর বয়সী ৮ বাংলাদেশি পুরুষ ও ৯ ভিয়েতনামি নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে অনুমোদিত সময় অতিবাহিত করে অবস্থান করা, বৈধ ভ্রমণ নথির অভাবসহ বিভিন্ন ইমিগ্রেশন–সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের পারা ৩৯(বি)-এর অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, সম্পত্তি ব্যবস্থাপনা ও আমদানি–রফতানি প্রতিষ্ঠানের আড়ালে তিনতলা এই ভবন দীর্ঘদিন ধরে পতিতালয় হিসেবে পরিচালিত হচ্ছিল। এ কার্যক্রম তত্ত্বাবধান করতেন একজন বাংলাদেশি, যিনি মূলত কাছাকাছি এলাকার বিদেশিদের লক্ষ্য করে ব্যবসাটি পরিচালনা করতেন।
জিজ্ঞাসাবাদে আটক এক বিদেশি স্বীকার করেছেন, প্রতিটি যৌনসেবার জন্য তিনি বাংলাদেশি তত্ত্বাবধায়ককে ৫০ থেকে ৮০ রিঙ্গিত পর্যন্ত অর্থ দিতেন। তদন্তে আরও জানা গেছে, একজন স্থানীয় ব্যক্তি তাকে এ কাজে নিয়োগ করেছিলেন।
আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫১(৫)(বি)-এর অধীনে পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।









































