
ফাইল ছবি
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর পেরিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির গ্রস রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এ হার কিছুটা কমে দাঁড়ায় ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১০ ডিসেম্বর) রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা একদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়ে ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বিপিএম-৬ পদ্ধতিতে বুধবারের রিজার্ভ ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।
এ নিয়ে চলতি অর্থবছরে দ্বিতীয়বারের মতো রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর পেরোল। এর আগে গত ৬ নভেম্বর রিজার্ভ বেড়ে হয়েছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার; যদিও তিন দিন পর ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর–অক্টোবর মেয়াদের ১৬১ কোটি ডলারের পাওনা পরিশোধের পর পুনরায় তা কমে আসে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালের জুলাই মাসে আকুকে সর্বশেষ বড় অঙ্কের ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। ২০২৩ সালে পুরো বছরজুড়ে দ্বিমাসিক বিল কমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে থাকলেও ২০২৩ সালের শেষ ভাগ থেকে আকুর বিল আবার বাড়তে শুরু করে। চলতি বছরের মে–জুনের বিল প্রায় ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়—যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স–রপ্তানি আয়ের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ডলার সংগ্রহ করছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে ১৬টি ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক মোট ১৪৯ মিলিয়ন ডলার (১৫ কোটি ডলার) ক্রয় করেছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৫ থেকে ১২২.২৯ টাকা, আর কাট–অফ রেট নির্ধারিত হয় ১২২.২৯ টাকা।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২.৬৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। গত ১৩ জুলাই থেকে শুরু হওয়া ডলার কেনার এই প্রক্রিয়া রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশেষজ্ঞদের মতে, ডলার কেনা ও আকুর বিল পরিশোধের মধ্যকার স্বাভাবিক ওঠানামা সত্ত্বেও রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ওপরে ওঠা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত।











































