
শীতের যত্নে বাড়ছে দেশি স্কিনকেয়ার পণ্যের চাহিদা
তীব্র শীতের আগমনী বার্তা পাওয়ার আগেই ত্বককে সুস্থ ও সুরক্ষিত রাখতে প্রস্তুতি নিচ্ছেন স্বাস্থ্য সচেতন মানুষেরা। শুষ্ক আবহাওয়ার মোকাবিলায় এখন থেকেই বাড়ছে শীতকালীন স্কিনকেয়ার পণ্যের চাহিদা। ইতিমধ্যেই গত বছরের তুলনায় চলতি বছরে শীতকালীন স্কিনকেয়ার পণ্যের চাহিদা অনেকাংশে বেড়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। এক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের গুণগত মান ও উপাদানের দিকে বিশেষ নজর দিচ্ছেন বলে মত তাদের।
অন্যদিকে এই খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রাহকের সচেতনতা বৃদ্ধিই এই ঊর্ধ্বমুখী চাহিদার প্রধান কারণ।
শীতে স্কিনকেয়ার প্রোডাক্টের গ্রোথ হয় প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত- এমনটাই জানালেন স্কিনো ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট হেড নেওয়াজ শরিফ নাসিম। এই শীতে স্কিনো ব্র্যান্ডের পণ্যের মধ্যে হাইড্রেশন বুস্ট জেল ময়েশ্চারাইজার, ভিটামিন ই বডি লোশন, হাইড্রেটিং বডি লোশন, সিরাম, ক্লিনজার, সানস্ক্রিন প্রোডাক্টের চাহিদা সবচাইতে বেশি।
তিনি জানান, শীতকে মাথায় রেখে স্কিনো এবার লোশন, বডি অয়েল, ময়েশ্চারাইজারের মতো পণ্য বাজারে এনেছে। এছাড়াও ব্র্যান্ডটি প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে।
‘আমরা চেষ্টা করছি, কোরিয়ান ফরমুলেশনে বেস্ট কোয়ালিটির পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের পৌঁছে দিতে। কেননা, এখন ক্রেতারা অনেক সচেতন তারা বেস্ট কোয়ালিটির পণ্য ব্যবহার করতে সাচ্ছন্দবোধ করেন।’- জানান স্কিনো ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট হেড নেওয়াজ শরিফ নাসিম।
২০২০ সালে ‘আরোগ্য’ অনলাইন মেডিসিন সার্ভিস নিয়ে কাজ শুরু করলেও, বিশেষায়িতভাবে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে ২০২৩ সাল থেকে। দুই বছরের মধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম আরোগ্য এই খাতের প্রথম সারিতে চলে এসেছে। চলতি শীতে গত বছরের তুলনায় স্কিন কেয়ার প্রোডাক্টের চাহিদা দ্বিগুণ বেড়েছে বলে জানালেন আরোগ্য’র ক্যাটাগরি ম্যানেজমেন্টের হেড অফ কে একাউন্টস নাসিমুল হক। তিনি জানান, স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে লোশন, ক্রিম এবং ময়েশ্চারাইজারের চাহিদা সবচেয়ে বেশি।
নাসিমুল হক বাংলা টেলিগ্রাফকে বলেন, সামগ্রিক বাজারের ট্রেন্ড বর্তমানে দেশীয় প্রোডাক্টের দিকে ঝুঁকেছে। বর্তমানে দেশি স্কিন কেয়ার প্রোডাক্টের চাহিদা অনেক বেশি এবং এই ট্রেন্ড ক্রমশ বাড়ছে। গ্রাহকদের আস্থা ধরে রাখার জন্য, আরোগ্য গুণগত মান নিয়ন্ত্রণের উপর বিশেষ জোর দেয়।
তিনি আরো জানান, একটা সময় বিদেশি স্কিন কেয়ার প্রোডাক্টের চাহিদা অনেক ছিল- এখনো আছে তবে বর্তমানে দেশি প্রোডাক্টের চাহিদাও দিনকে দিন বাড়ছে এবং দেশিয় অনেক ব্র্যান্ড বাজারে বেশ ভালো প্রতিযোগিতা তৈরি করেছে। আমরা ট্রেন্ড অনুযায়ী গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করি। প্রতি বছরই গ্রোথ লেভেল দিগুণ হচ্ছে এবং আমরা আশাবাদী আগামীতে এই গ্রোথ আরো বাড়বে।
স্কিনকেয়ার প্রোডাক্টের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম চারদিকে ডটকম- এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার সোমেন দেব বর্মন জানান, অন্যান্য সময়ের তুলনায় শীতে ময়েশ্চারাইজার, হাইড্রেশন বডি লোশন, সানস্ক্রিন, লিপ কেয়ার, অয়েল-বেসড ক্লিনজার, সেরামাইড- এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। সৌন্দর্যপিপাসুদের চাহিদাকে সামনে রেখে মানসম্মত পণ্য গ্রাহকদের দেবার চেষ্টা করে ‘চারদিকে’।
তিনি জানান, ত্বকের শীতকালীন সুরক্ষায় ভোক্তাদের পছন্দ ও সুবিধাকে বিবেচনায় নিয়ে তারা গবেষণা ও উৎপাদন ব্যবস্থা আরও জোরদার করেছেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে অথেন্টিক পণ্য সহনীয় দামে গ্রাহককে দেওয়ার চেষ্টা করেন।
‘বাংলাদেশের ই-কমার্স এখন আর শুধু অনলাইন বিক্রির জায়গা নয়, এটি মানুষের আস্থা, সুবিধা আর দ্রুততার নতুন মান তৈরি করছে। যারা ডেটানির্ভর সিদ্ধান্ত, স্বচ্ছ অপারেশন এবং গ্রাহক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে, তারাই আগামী দশকে বাজারকে নেতৃত্ব দেবে। আমি মনে করি, আমাদের ‘কাস্টমার ফার্স্ট’ নীতি চারদিকে কে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ই-কমার্স ওয়েবসাইটগুলোর একটি হয়ে উঠতে সাহায্য করেছে।’- বলেন সোমেন দেব বর্মন।
এদিকে বাজার বিশ্লেষকদের ধারণা, চলতি শীতে স্কিনকেয়ার পণ্যের চাহিদা আরো বাড়তে পারে। শীত যত বাড়বে- মানুষের মাঝে ময়েশ্চারাইজার, লোশন ও সানস্ক্রিনের ব্যবহার তত বাড়বে।









































