শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ ডিসেম্বর ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ


Tofshil Election

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার এই ভাষণ বুধবারই রেকর্ড করেছে বিটিভি ও বেতার।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও কমিশনের জরুরি বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি জানায় কমিশন। রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিয়েছেন- সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা দেবেন।

কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, তপশিলে ভোটের তারিখসহ সম্পূর্ণ সময়সূচি থাকবে। আগামী ৮ বা ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকালে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। সিইসি ও চার কমিশনার বঙ্গভবনে দেড় ঘণ্টার বৈঠক করেন। পরে নির্বাচন ভবনে ফিরে তপশিল নিয়ে আরেক দফা আলোচনার পর সিইসির ভাষণ রেকর্ড করা হয়।

ইসি সচিবের ভাষায়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন, ব্যালট পেপারের নকশা-রং, পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা- সব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।

এদিকে তপশিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশ ও মিছিলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো বেআইনি কর্মসূচি বরদাস্ত করা হবে না, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।