বৃহস্পতিবার । ডিসেম্বর ১১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালককে প্রত্যাহার


প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালককে প্রত্যাহার

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (১০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডা. মহিবুল হাসানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে নিজ কর্ম-অধিক্ষেত্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি এখন থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে তিনি এখন থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে তার পরবর্তী দায়িত্ব পালন করবেন।