শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১১ ডিসেম্বর ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার

বিতর্কে বলিউড ছেড়ে ব্যবসায় নেমে সফল রিয়া চক্রবর্তী


Rhea-Chakraborty

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি জটিলতা, বিতর্ক ও সমালোচনার ঝড় বয়ে যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে। অপমৃত্যু মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর তিনি ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। এরপরই নতুন পথ খুঁজতে ব্যবসায় নামেন- আর সেখানেই বদলে যায় তাঁর জীবনগাথা।

সম্প্রতি এক পডকাস্টে রিয়া জানান, তাঁর পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ মূলত জীবনের দ্বিতীয় অধ্যায়ের প্রতীক। অন্ধকার থেকে উঠে আসার সেই যাত্রায় মাত্র এক বছরেই ব্র্যান্ডটির বাজারমূল্য ছুঁয়েছে প্রায় ৪০ কোটি রুপি- বাংলাদেশি মুদ্রায় যা ৫৪ কোটি টাকার বেশি।

টিভি-১৮ ও সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, সুশান্ত অপমৃত্যু মামলায় গ্রেপ্তার হওয়ার পর গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন, চলচ্চিত্রজগতের বাইরে নিজের জন্য নতুন রাস্তা তৈরি করবেন। মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর হিসেবে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। এরপর ২০২৫ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম অফলাইন স্টোর খুলেন রিয়া।

উচ্চ ভাড়ার এলাকায় দোকান চালু করার ঝুঁকিতে তাঁর সঙ্গী হন পার্টনার শৌভিক। পাশাপাশি কিশোর ও আশ্নি বিয়ানির কাছ থেকে পান ১ কোটি রুপির সিড ফান্ডিং। এর এক বছর পরই কোম্পানির মূল্য লাফিয়ে ওঠে।

পডকাস্টে রিয়া জানান, নিজের পডকাস্টকেই মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন তিনি- যেখানে ব্র্যান্ডের লক্ষ্য, যাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর মতে, ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা তৈরিই বিনিয়োগ টানার মূল কৌশল।

অভিনয় থেকে আপাতত দূরে থাকলেও ভবিষ্যতে আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা আছে বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তী।