বৃহস্পতিবার । ডিসেম্বর ১১, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১১ ডিসেম্বর ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

ফেসবুকে রিচ বাড়াতে নকল বিয়ের ছবি দিয়ে ভাইরাল অভিনেতা


shariful

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই বিয়ের সাজে ফেসবুকে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন অভিনেতা শরীফুল ইসলাম। কনের সাজে এক তরুণীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “আমাদের জন্য দোয়া করবেন।” মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনন্দন, শুভেচ্ছা আর প্রশ্নে ভরে যায় কমেন্ট বক্স— “কখন বিয়ে করলেন?”, “কনে কে?”।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, সত্যিই বিয়ে করেননি শরীফুল। পুরো বিষয়টি ছিল একটি পরিকল্পিত “স্টান্ট”— নিজের ভাষায়, ফেসবুক রিচ বাড়ানোর জন্য।

শরীফুল বলেন, “কয়েক দিন ধরে ফেসবুকে রিচ খুব কমে গেছে। সবাই তো নানা রকম কিছু করে রিচ বাড়ানোর চেষ্টা করে। আমি ভাবলাম একটু সাসপেন্স তৈরি করি, তাই বিয়ের ছবিটা পোস্ট করলাম।”

তিনি আরও জানান, ছবিটি আসলে তার নতুন নাটক ‘সুদখোরের সুন্দরী বউ’–এর শুটিং সেট থেকে তোলা। নাটকে কনে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত সুলতানা। শরীফুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি।