
মাতৃত্ব ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি জানিয়েছেন- মা হওয়ার জন্য তিনি প্রস্তুত, তবে বিয়ে নিয়ে কোনো তাড়া বা চাপ নিতে চান না।
নিজের পডকাস্টে রিয়া বলেন, ৩৩ বছর বয়সে তিনি এগ ফ্রিজিং (ডিম্বাণু সংরক্ষণ) নিয়ে ভাবছেন এবং এ বিষয়ে ইতিমধ্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শও করেছেন।
রিয়া জানান, মাতৃত্বের সিদ্ধান্ত নিতে গিয়ে মন ও শরীরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়- শরীর বলে, ‘সময় হয়েছে মা হওয়ার’, কিন্তু মন বলে, ‘এখনো ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতির অনেক কিছু বাকি’।
বিয়ে সম্পর্কে তার মন্তব্য- “বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নেই। সময় হলে বিয়ে হবেই, এতে তাড়া দেওয়ার কিছু নেই।”
২০০৯ সালে এমটিভি ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা রিয়া ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। এখন তিনি নিজের জীবনের নতুন অধ্যায়ে মনোযোগ দিচ্ছেন।






































