
রেড সি ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে সৌদি আরবে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঐশ্বরিয়া রাই। লাল কার্পেট থেকে মাস্টার ক্লাস—সব জায়গাতেই তাঁর সৌন্দর্য ও উপস্থিতি নজর কাড়ে। হলিউড তারকা ডাকোটা জনসনের সঙ্গে তাঁর একটি ছোট্ট মজার আলাপচারিতাও দ্রুত ভাইরাল হয়।
জেদ্দায় আয়োজিত মাস্টার ক্লাসে ঐশ্বরিয়া জানান, তিনি কাজ বাছাইয়ের ক্ষেত্রে কখনোই নিরাপত্তাহীনতাকে গুরুত্ব দেন না। পরিবার—বিশেষ করে মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেককে সময় দেওয়াই তাঁর প্রধান বিষয়। তিনি স্পষ্ট বলেন, কাজের বিরতি নিয়েও তাঁর মধ্যে কোনো অসুরক্ষা বোধ জন্মায় না।
এই মন্তব্যের মধ্য দিয়েই দাম্পত্যে ফাটলের গুঞ্জনে কার্যত ইতি টানলেন তিনি। বুঝিয়ে দিলেন, অভিষেকের সঙ্গেই তার সম্পর্ক অটুট। যদিও বচ্চন পরিবারের ভেতরের সমীকরণ নিয়ে বহুদিন ধরেই নানা আলোচনা রয়েছে।
মাস্টার ক্লাসের ভাইরাল ভিডিওতে তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতা তাঁর জীবনে কখনোই চালিকা শক্তি ছিল না। বরং নিজের সিদ্ধান্ত, নিজের পথই তাঁকে ক্যারিয়ারে এগিয়ে নিয়েছে। প্রথম ছবি ইরুভার-এ পরিচালক মণিরত্নমও জানিয়েছিলেন, তিনি কাউকে লঞ্চ করছেন না—শুধু সিনেমা বানাচ্ছেন। ঐশ্বরিয়াও তখনই বুঝেছিলেন, এ ধরনের কাজই তিনি করতে চান।








































