
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি তারেক রহমানও যুক্ত ছিলেন।
বিগত বেশ কিছুদিন ধরেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিএনপি নেতারা বিভিন্ন সময়ে তিনি ‘শিগগিরই ফিরবেন’ ’সহসাই ফিরছেন’ এমন মন্তব্য করলেও কেউ কোনো সুনির্দিষ্ট দিন-তারিখ জানাননি। আজ ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হলো।

































